
বগুড়ার শেরপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম এবং আরেকজনকে মারধরের ঘটনা ঘটেছে। এছাড়াও হামলাকারীরা একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে এবং ২ লক্ষ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় গতকাল শুক্রবার শেরপুর থানায় আব্দুল কুদ্দুস বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। আসামিরা হলেন কুসুম্বি ইউনিয়নের মালিহাটা গ্রামের বাবুল হোসেন (৪২), তার স্ত্রী লাবনী খাতুন (৩৮), হোসেন আলী (৬০), শাকিল (২৫), লিমন (২২), ফারুক হোসেন (২৮), ফাহিম (২৪) ও জুলু মিয়া (৩৫)।
মামলার সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে কুসুম্বি ইউনিয়নের মালিহাটা গ্রামে মিজানুর রহমান ও মুঞ্জুরুল ইসলাম মুঞ্জু গরু কেনার জন্য যাচ্ছিলেন। পথে বাবুল হোসেনের নেতৃত্বে লাবনী খাতুন, হোসেন আলী, শাকিল, লিমন, ফারুক হোসেন, ফাহিম, জুলু মিয়া সহ ৮-১০ জন দেশীয় অস্ত্র নিয়ে তাদের মোটরসাইকেলের গতিরোধ করেন।
অভিযোগে বলা হয়েছে, বাবুল হোসেন ধারালো হাসুয়া দিয়ে মিজানুর রহমানের মাথায় কোপ মারতে গেলে তিনি হাত দিয়ে রক্ষা করেন। এতে তিনি গুরুতর আহত হন। এরপর লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে তাকে বেধড়ক পেটানো হয় এবং তার কাছ থেকে গরু কেনার নগদ ২ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়। মিজানুরের সঙ্গে থাকা মুঞ্জুরুল ইসলাম বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়। পরে মিজানুর রহমানের ব্যবহৃত ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিলে সেটি সম্পূর্ণভাবে পুড়ে যায়।
আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। মিজানুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে। মুঞ্জুরুল ইসলাম প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
শেরপুর থানার ওসি এসএম মঈনুদ্দীন জানান, এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। একজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর