
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিশু ও সিএনজি চালক রয়েছেন।
শুক্রবার দুপুরে উপজেলার ধামরাই-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— বগুড়া জেলার ধুনট উপজেলার ঈশ্বরঘাট গ্রামের জাহিদুল ইসলাম (৩৫), তার স্ত্রী নাসরিন নাহার (৩০) ও তাদের শিশু পুত্র হুরাইরা (১২)। এছাড়া নিহত অন্য দুইজন হলেন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কেউরা পশ্চিমপাড়া গ্রামের শফিকুল ইসলাম (৫৩) এবং অজ্ঞাতনামা সিএনজি চালক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাওনা চৌরাস্তা থেকে পাঁচ যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কালিয়াকৈর যাচ্ছিল। পথে বড়চালা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম ও জাহিদুলের শিশু পুত্র মারা যায়। গুরুতর আহত অবস্থায় জাহিদুল, তার স্ত্রী নাসরিন ও সিএনজি চালককে উদ্ধার করে প্রথমে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান জানান, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। চালক পলাতক এবং তাকে আটকের জন্য অভিযান চলছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর