
নাটোরে ট্রাকের চাপায় লাম ওরফে অপু (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় লামের বোনের মেয়ে চার বছর বয়সী এক শিশু আহত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের হরিশপুর মহল্লার একতা ক্লিনিকের মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত লাম ওই এলাকার ময়েজ উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাম মোটরসাইকেলে করে তার চার বছর বয়সী ভাগ্নিকে নিয়ে হরিশপুর বাইপাস মোড়ের দিকে যাচ্ছিল। পথে একতা ক্লিনিকের মোড়ে মূল রাস্তায় উঠতেই মাদ্রাসা মোড় থেকে আসা একটি দশ চাকার বালুবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই লাম নিহত হয় এবং শিশুটি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে দ্রুত একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করে। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যায়।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সড়ক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর