
বাগেরহাট: বাগেরহাটে জুলাই মাসের শহীদদের স্মরণে "এক শহীদ, এক বৃক্ষ" কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার সকালে বাগেরহাট জেলা প্রশাসন ও সুন্দরবন বন বিভাগের যৌথ উদ্যোগে বাগেরহাট সার্কিট হাউজের সামনে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানে বাগেরহাটে নিহত ৯ জন শহীদের স্মরণে প্রত্যেকের জন্য একটি করে বকুল গাছের চারা রোপণ করা হয়।
এ সময় বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, পুলিশ সুপার তৌহিদ আরিফ, পূর্ব সুন্দরবন বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোঃ রেজাউল করিম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জুলাইয়ে নিহত শহীদদের পরিবারের সদস্য ও আহত মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর