
চট্টগ্রামের আনোয়ারায় একটি বসতঘরে অভিযান চালিয়ে এক লাখ ইয়াবাসহ মনোয়ারা বেগম (৪৩) নামের এক নারীকে আটক করেছে র্যাব-৭। আজ শুক্রবার সকালে জব্দ করা ইয়াবাসহ আটক নারীকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া গ্রামের আনোয়ার মাঝির বাড়িতে এ অভিযান চালানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ পরুয়াপাড়ার আনোয়ার মাঝির বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে বাড়ি থেকে মনোয়ারা বেগম (৪৩) নামের এক নারীকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বারান্দায় খাটের নিচ থেকে এক লাখ ইয়াবা জব্দ করা হয়। এসব ইয়াবার আনুমানিক মূল্য তিন কোটি টাকা।
র্যাব আরও জানায়,অভিযানের সময় পালিয়ে যাওয়া দুইজন হলেন- আটক নারীর স্বামী আনোয়ার মাঝি (৫০) ও তাদের ছেলে ইফতেখার উদ্দিন সোহেল (২০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী স্বীকার করেছেন, তার স্বামী ও ছেলের সহায়তায় মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতেন। জব্দ করা ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে খাটের নিচে নীল ও কালো রঙের একটি ব্যাগে টেপ মোড়ানো অবস্থায় রাখা হয়েছিল।
র্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বলেন, আটক নারী ও তার পরিবার মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা এনে চট্টগ্রামে বিক্রি করতেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ইয়াবাসহ আটক ওই নারীকে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর