
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় একটি পোষা বিড়ালের সিজারিয়ান অপারেশনের মাধ্যমে চারটি বাচ্চা প্রসবের ঘটনা ঘটেছে। ঘটনাটি কাকরকান্দি ইউনিয়নের চেয়ারম্যান নিয়ামুল কাউসারের বাড়িতে ঘটে।
চেয়ারম্যান নিয়ামুল কাউসার জানান, তিনি শখের বসে ঢাকার মিরপুর থেকে ১৫ হাজার টাকা দিয়ে দুটি পার্সিয়ান বিড়াল কিনে আনেন। এদের মধ্যে একটি মারা যায়। পরবর্তীতে মাদি বিড়ালটি গর্ভবতী হলে বাচ্চা প্রসবের সময় জটিলতা দেখা দেয়।
নালিতাবাড়ী উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের কমিউনিটি এক্সটেনশন এজেন্ট (সিইএ) মোস্তফা কামাল জানান, নরমাল ডেলিভারির চেষ্টা করে ব্যর্থ হয়ে শেরপুর জেলা শহরে ভেটেরিনারি সার্জনের কাছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
ভেটেরিনারি সার্জন ডা. মো. সুমন মিয়া জানান, প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর সিজারিয়ান অপারেশনের মাধ্যমে চারটি বাচ্চা প্রসব করানো হয়। বাচ্চাগুলোর মধ্যে তিনটি বাদামী ও একটি কালো রঙের। বর্তমানে বিড়াল ও তার বাচ্চাগুলো সুস্থ আছে।
কমিউনিটি এক্সটেনশন এজেন্ট (সিইএ) মোস্তফা কামাল আরো জানান, তিনি নিয়মিত বিড়ালটির স্বাস্থ্য পরীক্ষা করছেন এবং বর্তমানে মা ও তার চারটি সন্তান সুস্থ রয়েছে। এই ব্যতিক্রমী ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর