
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় ট্রাকচাপায় রুদ্র সরকার (২০) নামের এক ঔষধ ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন ফুলবাড়িয়া রোডের গোলচত্বরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রুদ্র সরকার কালিয়াকৈর উপজেলার পালপাড়া এলাকার মৃত রাধে সরকারের ছেলে। তিনি বংশাই ব্রিজ এলাকায় ঔষধের ব্যবসা করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রুদ্র সরকার ফুলবাড়িয়া রোডের গোলচত্বর দিয়ে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে আসা একটি সিমেন্ট বোঝাই মালবাহী ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। ট্রাকচাপায় তার মাথা ও শরীরের বিভিন্ন অংশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।
কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
রুদ্র সরকারের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর