
লামায় শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতি প্রতিরোধে সচেতনতা ও সততার চর্চা বৃদ্ধির লক্ষ্যে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।
রবিবার লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, কক্সবাজার এবং লামা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এই অনুষ্ঠানের আয়োজন করে।
লামা দুপ্রক সভাপতি আব্দুল্লাহ মোহাম্মদ ইমতিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. হাসান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কক্সবাজার দুদকের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ হুমায়ন বিন আহমদ, লামা সহকারী তথ্য অফিসার মোঃ রাশেদুল হক রাসেল, লামা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আনোয়ারা বেগম, সাধারণ সম্পাদক আব্দুর শুক্কুর, সদস্য জাহানারা আরজুসহ অনেকে।
বিচারক প্যানেলে ছিলেন লামা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি অধ্যাপক অংথিং, সাংবাদিক মোহাম্মদ রফিকুল ইসলাম ও লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক আসিফ ইসতিয়াক।
লামা উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়। "প্রতিরোধ নয়, দমনই দুর্নীতি নির্মূলের কার্যকর উপায়" শীর্ষক এই প্রতিযোগিতায় লামা স্বপ্নকানন বিদ্যাপিঠ চ্যাম্পিয়ন এবং লামামুখ উচ্চ বিদ্যালয় রানারআপ হয়।
অনুষ্ঠানে অতিথিরা বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।
সর্বশেষ খবর