
নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বাঁকা গ্রামের একটি ডোবা থেকে মর্জিনা বেগম (৬০) নামের এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাঁকা গ্রামের মধ্যপাড়া এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মর্জিনা বেগম বাঁকা গ্রামের পূর্বপাড়ার মৃত তোবারেক শেখের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, মর্জিনা বেগম মানসিক প্রতিবন্ধী ছিলেন। গত বৃহস্পতিবার রাতে তিনি সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে যান এবং এরপর থেকে নিখোঁজ ছিলেন। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে এবং মাইকিং করেও তাঁর সন্ধান পাননি। আজ স্থানীয়রা বাঁকা গ্রামের মধ্যপাড়া এলাকার আরিফ কাজীর বাড়ির পাশের ডোবায় মর্জিনার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের জন্য আবেদন করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর