
"সবুজ পল্লবে স্মৃতি অম্লান" এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে গণঅভ্যুত্থান ২০২৪-এর শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার (২০ জুলাই) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবার-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
সুনামগঞ্জ জেলা বিএনপির কার্যালয় থেকে একটি র্যালি শুরু হয়ে পিটিআই ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। পরে গণঅভ্যুত্থান ২০২৪-এ শহীদ সোহাগ মিয়া, শহীদ আয়াতুল্লাহ ও শহীদ হৃদয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পিটিআই ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়।
বৃক্ষরোপণ শেষে পিটিআই শহীদ মিনারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা কৃষক দলের আহ্বায়ক আনিসুল হকের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম পলাশের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ পিটিআই-এর সুপারিনটেনডেন্ট দীপংকর মোহন্ত, জেলা বিএনপির সাবেক মানবাধিকার বিষয়ক সম্পাদক রাখাব উদ্দিন, জেলা যুবদলের সহ-সভাপতি সোহেল আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, তাহিরপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক লুৎফর রহমান, বিএনপি নেতা বাষ্কর রায়, জবা মিয়া, কৃষক নেতা সিরাজ খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহ রাহুলসহ কৃষক দলের বিভিন্ন ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কেরা।
আনিসুল হক বলেন, "যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, তাদের স্মৃতি ধরে রাখতে আজকের এই আয়োজন। তাদের আত্মত্যাগ আগামী দিনে দেশের মানুষের জন্য প্রেরণা হয়ে থাকবে। এই কর্মসূচি শুধু স্মৃতির প্রতি শ্রদ্ধাই নয়, পরিবেশ রক্ষার প্রতিও আমাদের অঙ্গীকার।"
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর