
রৌমারীতে ইয়াবা ও নগদ টাকাসহ জামাই-শাশুড়ি আটক
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মাদকবিরোধী অভিযানে জামাই ও শাশুড়িকে আটক করেছে পুলিশ। রোববার (২০ জুলাই) রাত আনুমানিক সাড়ে দশটার দিকে উপজেলার ৫নং যাদুরচর ইউনিয়নের চর লালকুড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন বাবুল মিয়া (৩২) ও মর্জিনা খাতুন (৪৩)।
রৌমারী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, চর লালকুড়া এলাকায় কতিপয় মাদক কারবারি নিজ বাড়িতে ইয়াবা বিক্রি করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে মর্জিনা খাতুনের বসতবাড়ি থেকে ১ হাজার ৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১ লক্ষ ৮২ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। এ সময় মাদক কারবারি বাবুল মিয়া ও মর্জিনা খাতুনকে হাতে নাতে গ্রেফতার করে পুলিশ।
রৌমারী থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার সকালে তাদের কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর