জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় জুয়ার আসর থেকে দেওয়ানগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আকরাম হোসেনসহ সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)।
রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ভাটি পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই রাতে জুয়ার আসরে অভিযান চালানো হয়। আটককৃত অন্যরা হলেন আব্দুল মাজেদ (৫০), কুদ্দুস মিয়া (৫৮), বিল্লাল হোসেন (৩৫), আজিজুর রহমান (৫৫), সুমন মিয়া (৪৫) ও চাঁন মিয়া (৬০)।
গ্রেপ্তারকৃতদের মধ্যে আকরাম হোসেন বাহাদুরাবাদ ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের বাসিন্দা। আব্দুল মাজেদ ও আজিজুর রহমানের বাড়ি নয়াগ্রামে, কুদ্দুস মিয়ার বাড়ি সরদারপাড়ায় এবং সুমন মিয়া ও চাঁন মিয়া ভাটিরপাড়ার বাসিন্দা।
দেওয়ানগঞ্জ মডেল থানায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের জামালপুর কোর্টে পাঠানো হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর