
পাবনার চাটমোহরে পামওয়েল তেল ও বিভিন্ন রাসায়নিক দ্রব্য মিশিয়ে ভেজাল দুধ তৈরির অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। এসময় ভেজাল দুধ তৈরি ও সরবরাহের অভিযোগে প্রাণ ডেইরি হাবের তিন কর্মকর্তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়াও ভেজাল দুধ তৈরির সাথে জড়িত থাকার অভিযোগে নারীসহ ৫ জনকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।
সোমবার (২০ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত এনএসআই পাবনা টিমের সহায়তায় চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী উপজেলার ছাইকোলা ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রাম ও ছাইকোলা চৌরাস্তায় প্রাণের হাব সেন্টারে এই অভিযান পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে লাঙ্গলমোড়া গ্রামে অভিযান চালিয়ে ভেজাল দুধ তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। পরে সেখানে অভিযান চালিয়ে সাইদুল ইসলাম (৪৫), লিটন হোসেন (১৯), নিজাম উদ্দিন (৫০), রুবেল হোসেন (২০) ও মাজেদা খাতুন (৩৫) নামের পাঁচজনকে আটক করা হয়।
আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছাইকোলা চৌরাস্তা মোড়ে প্রাণ ডেইরি হাবের দুগ্ধ শীতলীকরণ সেন্টারে অভিযান চালানো হয়। সেখানে মজুদকৃত ৬ হাজার লিটার দুধে তেল ও ডিটারজেন্টের উপস্থিতি পাওয়ায় তা জনসম্মুখে ধ্বংস করা হয়।
এ সময় অপরাধ স্বীকার করায় প্রাণ ডেইরি হাবের গুরুদাসপুর অঞ্চলের এরিয়া ম্যানেজার শামসুল আলম (৩৬), জহির রায়হান (২৭) ও নাজমুল হোসাইনকে (৩৫) ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে তাদের জেলহাজতে পাঠানো হয়।
অভিযানে এনএসআই পাবনার সহকারী পরিচালক এবিএম লুৎফুল কবিরের নেতৃত্বে ১৭ সদস্যের টিম, পাবনার অতিরিক্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মোফাজ্জল হোসেন, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আসলাম হোসেন ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী জানান, ভেজাল দুধ তৈরির সাথে অন্য যারা জড়িত, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর