
রাজবাড়ীতে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থী ও এইচএসসি-২০২৫ শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা।
মিছিলটি রেল গেট হয়ে ঘুরে এসে প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন তামিম, আতিক, উম্মে সাদিয়া প্রমুখ।
বক্তারা বলেন, গতকাল ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনা সম্পর্কে আমরা সকলেই অবগত। এই ঘটনায় আমরা মানসিকভাবে ভেঙে পড়ি। দাবি কেবল পরীক্ষা স্থগিত করার জন্য। শিক্ষা উপদেষ্টা তাঁর বর্তমান ও পূর্বের দায়িত্বের জ্ঞানহীন পরিচয় দেন। মাইলস্টোনের ট্র্যাজেডির ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।
দায়িত্বজ্ঞানহীন শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের আমরা পদত্যাগ দাবি করছি। লাশের সঠিক সংখ্যা প্রকাশ করতে হবে। আমরা আর এক মিনিটও তাদের দায়িত্বে দেখতে চাই না।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর