
পঞ্চগড়ে বর্ষার সকালে দেখা মিলেছে ঘন কুয়াশার, যা গত পঞ্চাশ বছরেও এমন দিনে দেখা যায়নি বলে অনেকে মনে করছেন। ভোর থেকে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়ছে বলে কেউ কেউ মনে করছেন।
ভ্যাপসা গরম রয়েছে পঞ্চগড়ের আবহাওয়ায়। দিনের বেলায় তাপমাত্রা ৩২ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের বেলায় ২৫ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। বুধবার সকাল ছয়টায় সর্বনিম্ন ২৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। সকালের কুয়াশায় ঘাস ও ক্ষেতের উপর শিশির বিন্দুতে শীতকালের আবহাওয়া দেখে অবাক হয়েছেন পঞ্চগড়বাসী এবং এক অন্যরকম সকাল উপভোগ করেছেন। তবে সকাল আটটার পর ঝলমলে রোদের দেখা দিয়েছে, সেই সাথে তাপমাত্রা বেড়ে গিয়ে বেশ গরম অনুভূত হচ্ছে উত্তরের এই জেলায়।
পঞ্চগড় পৌরসভার নিমনগড় গ্রামের গাড়ি শ্রমিক নিশাত জানান, প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে বের হয়ে দেখি চারদিক কুয়াশায় ঢেকেছে। গাড়িগুলো হেডলাইট জ্বালিয়ে চলছে, অথচ আবহাওয়া ভ্যাপসা গরম। বর্ষাকালে এমন কুয়াশা আগে চোখে পড়েনি।
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রোকনুজ্জামান জানান, রাতের তাপমাত্রা কমে যাওয়া এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্র জলকণা কুয়াশা হিসেবে দেখা দিয়েছে।
সর্বশেষ খবর