
শেরপুরের নালিতাবাড়ীতে ৯৫০ গ্রাম গাঁজাসহ আহসান হাবিব হেলাল (৪৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আহসান হাবিব উপজেলার নয়াবিল গ্রামের মৃত ইমান আলীর পুত্র। বুধবার (২৩ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃতকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাত দশটার দিকে উপজেলার নয়াবিল বাজারের উত্তরে নালিতাবাড়ী টু নাকুগাঁও স্থলবন্দর মহাসড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সুত্র জানায়, মঙ্গলবার রাত দশটার দিকে উপজেলার নয়াবিল বাজারের উত্তরে পাকা সড়কে মাদক বেচাকেনা করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় সাদা পলিথিনে মোড়ানো ৯৫০ গ্রাম গাঁজাসহ আসামি আহসান হাবিবকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, গ্রেপ্তার আহসান হাবিবের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর সারণির ১৯ (ক) ধারায় মামলা দায়ের করে বুধবার দুপুরে তাকে শেরপুর আদালতে প্রেরন করা হয়েছে।
সর্বশেষ খবর