
নাটোর জেলার সিংড়া উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের কালিগঞ্জ বাজার এলাকায় র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন পেশাদার নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
র্যাব ক্যাম্প সূত্রে জানা গেছে, সোমবার (২২ জুলাই) রাতে র্যাবের একটি অভিযানিক দল উর্ধ্বতন কর্মকর্তার নেতৃত্বে এবং নারী কনস্টেবলের সহায়তায় এই অভিযান পরিচালনা করে। অভিযানে দুইজন নারীকে বিপুল পরিমাণ গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কালিগজ্ঞ বাজার এলাকার রতন ইসলামের স্ত্রী মিনা বেগম (৪০), একই এলাকার মোকাররমের স্ত্রী নার্গিস।
র্যাব আরো জানায়, গ্রেফতারকৃতরা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে গোপনে সংরক্ষণ করে বিক্রয়ের জন্য প্রস্তুত করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক সংগ্রহ ও বিক্রির কথা স্বীকার করেছে। দীর্ঘদিন ধরে তারা দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল বলে জানা গেছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে সিংড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর