
নীলফামারীর কিশোরগঞ্জে বুধবার রাতে অবৈধ লটারীর টিকিট বিক্রীর দায়ে দুইজনসহ বিভিন্ন অপরাধে ৪ জনের জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা বিভিন্ন স্থানে এ জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালতের পেশকার মিজানুর রহমান জানান, বুধবার রাতে অবৈধ লটারীর টিকিট বিক্রীর সময় হাতে নাতে ধরে দুইজনকে অর্থদন্ড দেয়া হয়েছে। অর্থদন্ড প্রাপ্তরা হল জয়পুরহাট সদরের ফরিদপুর গ্রামের রমজান আলীর পুত্র দেলোয়ার হোসেন (৩১) ও একই গ্রামের সুকুর আলীর পুত্র এনামুল হক (৩২)। তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
অন্যদিকে বিকালে সারের দাম বেশি নেয়া ও লাইসেন্স বিহীন সার মজুদের প্রমাণ পাওয়ায় উপজেলা মোড়ের সার ব্যবসায়ী পানিয়ালপুকুর গ্রামের জাহাঙ্গীর আলমের (৫০) দশ হাজার টাকা জরিমানা করা হয়। অপর দিকে পণ্যের দাম বেশি নেয়ায় পানিয়ালপুকুর গ্রামের আলমগীরকে (৪৫) দশ হাজার টাকা অর্থদন্ড করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ ও সার ব্যবস্থাপনা আইনে তাদের অর্থদন্ড করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা জানান, অবৈধ লটারীর টিকিট বিক্রীর দায়ে, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেয়া ও লাইসেন্স বিহীন সার বিক্রীর দায়ে এ জরিমানা করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর