
রাতভর ভারী বৃষ্টিপাতের কারণে দীঘিনালা-সাজেক সড়কে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে সাজেকে আটকা পড়েছে ৪ শতাধিক পর্যটক। সে সাথে এ সড়কে পর্যটকবাহী গাড়িসহ সকল যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
বুধবার দিবাগত রাতে সাজেক-দীঘিনালা সড়কের নন্দারাম এলাকায় এ পাহাড় ধসের ঘটনা ঘটে। সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে ইতোমধ্যে সড়কের মাটি সরাতে শুরু করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
স্থানীয়রা জানায়, বুধবার রাতে ভারী বৃষ্টিপাতের কারণে সাজেক-দীঘিনালা সড়কের নন্দারাম এলাকায় পাহাড় ধসে পড়ে। এতে ভোর থেকে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
বাঘাইহাট বাজারের ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন বলেন, ভারী বৃষ্টিপাতের কারণে সাজেক সড়কের নন্দারাম এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এ কারণে সাজেক সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ইতোমধ্যে কয়েকশত গাড়ি উভয় পাশে আটকা পড়েছে। বেশি দুর্ভোগে পড়েছে সাজেকগামী পর্যটকরা। সে সাথে পণ্যবাহী গাড়িগুলোও আটকে আছে উভয় প্রান্তে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার বলেন, গতরাতে ভারী বৃষ্টিতে সাজেক-দীঘিনালা সড়কের নন্দারামসহ বেশকিছু জায়গায় পাহাড় ধস হওয়ার খবর পেয়েছি। এতে সাময়িকভাবে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা সড়কের মাটি সরানো শুরু করেছে। সেনাবাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে। সেনাবাহিনীর স্কেভেটর দিয়ে পাহাড়ের মাটি সরানো হচ্ছে। আশা করি দ্রুত সড়ক যোগাযোগ স্বাভাবিক হবে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর