
খাগড়াছড়ির মানিকছতে বালতির পানিতে পড়ে মো. আনাস নামের এক দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ২নং বাটনাতলী ইউনিয়নের বড়গ্রাম মুসলিমপাড়া এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। সে ঐ এলাকার মো. আবু আহমেদ'র ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে শিশুরটির মা ও পরিবারের অন্যরা বাড়ির কাজে ব্যস্ত ছিল। এসময় শিশুটি বাড়ির বাইরে থাকা রংয়ের বড় বালতিতে পড়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশু আনাসকে বালতির মধ্যে পড়ে থাকতে দেখে গুরুতর অবস্থা মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষে অভিযাগ না থাকায় আইনী কার্যক্রম শেষে লাশ হস্তান্তর করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর