
দ্বিতীয় দিনের পাল্টাপাল্টি হামলায় শুক্রবারও উত্তপ্ত থাই-কম্বোডীয় সীমান্ত। দুইদিনে নিহতের সংখ্যা ১৬ জন। বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজার। এই সংঘাত যুদ্ধে রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই।
সংলাপের মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর অনুরোধে আজ জরুরি অধিবেশন বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
চরম সহিংসতায় উত্তপ্ত থাইল্যান্ড-কাম্বোডিয়া সীমান্ত, এবার আশঙ্কা সরাসরি যুদ্ধের।
১৬ ও ২৩ জুলাই, কম্বোডিয়ান ল্যান্ডমাইন বিস্ফোরণে ৬ জন আহতসহ অঙ্গহানি হয় দুই থাই সেনার। বৃহস্পতিবার বিমান হামলা করে কম্বোডিয়ার রকেট হামলার জবাব দেয় থাইল্যান্ড। অভিযোগ করে, বেসামরিকদের টার্গেট করছে কম্বোডিয়ান সেনারা।
মে মাসের সংঘর্ষে নিহত হন এক কম্বোডিয়ান সেনা। এতেই দুপক্ষের মধ্যে ছড়ায় সংঘাতের উত্তাপ। সেই আঁচেই পুড়ছে সীমান্তবর্তী জনজীবন। আত্মরক্ষায় পাল্টাপাল্টি হামলা জানিয়ে একে অন্যকে দুষছে। উত্তেজনা কমানোর কথা বললেও বাস্তবতা ভিন্ন। সীমান্তে সেনা বাড়াচ্ছে থাইল্যান্ড-কম্বোডিয়া। সীমান্ত বন্ধ করে, বিদ্যুৎ ও ইন্টারনেট বন্ধের হুমকি দেয় ব্যাংকক। জবাবে থাই পণ্য নিষিদ্ধ করে কম্বোডিয়া।
রকেট হামলার জবাবে যুদ্ধবিমান হামলা, থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাতের কারণ কীরকেট হামলার জবাবে যুদ্ধবিমান হামলা, থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাতের কারণ কী
সহযোগিতা-প্রতিদ্বন্দ্বিতায় জটিল থাইল্যান্ড-কম্বোডিয়ার কূটনৈতিক সম্পর্ক। তাদের মধ্যে আছে ৮১৭ কিলোমিটার সীমান্ত। সেখানে ২০১১ সালে এক মন্দির ঘিরে দুপক্ষের সংঘর্ষে নিহত হয়েছিল অন্তত ২০ জন।
সহিংসতায় প্রভাবিত থাইল্যান্ডের রাজনৈতিক অঙ্গন। সাবেক কম্বোডীয় নেতার সঙ্গে ফোনালাপে নিজ দেশের সেনাবাহিনীর সমালোচনা করে এরইমধ্যে পদ হারিয়েছেন প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা। রাজনৈতিক অস্থিরতার মধ্যে প্রতিবেশী দেশের সঙ্গে সংঘর্ষে নতুন করে অনিশ্চয়তার ঝুঁকিতে থাইল্যান্ড।
এদিকে, থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষে উদ্বিগ্ন চীন। সংলাপ করে সংঘাত নিরসনের আহ্বান বেইজিংয়ের।
রার/সা.এ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর