
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথপাঠ (ভার্চুয়াল), আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় এবং মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে এই অনুষ্ঠান হয়।
‘জুলাই পুনর্জাগরণ: সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথপাঠ (ভার্চুয়াল), সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর সুরক্ষা এবং সাম্যতার মানবিক দর্শন’ বিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র। আলোচনায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক রোকনুজ্জামান রোকন, সিনিয়র সমন্বয়ক ইয়াকুব আলী শ্রাবণ, জুলাই আহত যোদ্ধা মফিজুল ইসলাম, জুলাই কন্যা রাজিয়া ফারিহা রোদ্দুর, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মানিক, এনসিপির সমন্বয়ক মাহফুজ কিরণ, ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারি এস এম মনিরুজ্জামান, জামায়াতে ইসলামীর সহ-সম্পাদক মিজানুর রহমান ও বিএনপির সাবেক উপজেলা সভাপতি কাজী গোলাম মুস্তফা, ওসি আল হেলাল মাহমুদ, সমাজসেবা কর্মকর্তা শামসুজ্জামান প্রমুখ।
পরে ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে উপজেলা শিল্পকলা একাডেমি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন, সমাজসেবা ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জুলাই আহত যোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর