
রাজবাড়ীর পাংশা পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে শিক্ষক সমাবেশ ও কারিগরি শিক্ষার গুরুত্ব বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের আব্দুল মালেক প্লাজার তৃতীয় তলায় পাংশা পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে এই শিক্ষক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাংশা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. আব্দুল জলিলের সভাপতিত্বে "কারিগরি শিক্ষাই শক্তি, বেকারত্বেই মুক্তি" স্লোগানকে সামনে রেখে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাবাসপুর ড. কাজী মোতাহার হোসেন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তোফাজ্জেল হোসেন, ড. কাজী মোতাহার হোসেন ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুর রশিদ, পাংশা-কালুখালী উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক ও উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুল আলম, সাজুরিয়া জেহরা জেরিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর, পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. শরিফুল ইসলাম, পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং পাংশা পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালনা কমিটির সভাপতি হাফেজ মো. বাকি বিল্লাহ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বিভিন্ন বক্তব্য রাখেন। সেই সঙ্গে পাংশা পলিটেকনিক ইনস্টিটিউটের কার্যক্রম নিয়ে কথা বলেন এবং পাংশায় এমন একটি প্রতিষ্ঠান গড়ে ওঠার পেছনের নানা গল্প তুলে ধরেন। দেশের অনেক জেলা শহরে এখনো এমন প্রতিষ্ঠান গড়ে না উঠলেও পাংশা উপজেলায় এমন একটি প্রতিষ্ঠান হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানান বক্তারা। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন তাঁরা।
উপস্থিত শিক্ষক মণ্ডলী জানান, সুনামের সঙ্গে বর্তমানে পাংশা পলিটেকনিক ইনস্টিটিউট পরিচালিত হয়ে আসছে। এ সময় পাংশা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক মণ্ডলী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বিএসআরএমের পক্ষ থেকে তাদের পণ্য নিয়ে আলোচনা সভায় মিলিত হন উপস্থিত অতিথিরা। এরপর বিএসআরএমের সৌজন্যে দুপুরের খাবার ও উপহার প্রদান করা হয় উপস্থিত সকলকে।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর