
রাজবাড়ী জেলা শ্রমিক দল পাংশা পৌর শ্রমিক দলের ৬১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। রাজবাড়ী জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল গফুর মণ্ডল ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম স্বাক্ষরিত এক প্রেস নোটের মাধ্যমে পাংশা পৌর শাখা শ্রমিক দলের এই কমিটি প্রদান করা হয়। পাংশা পৌর সভার শ্রমিক দলের সভাপতি করা হয়েছে শহিদ সরদারকে এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাসুদ খান। জেলা সাধারণ সম্পাদক শাহ আলম জানান, কমিটিতে ত্যাগী ও পরীক্ষিত জিয়ার আদর্শের সৈনিকদের রাখা হয়েছে।
শনিবার বিকেলে নবনির্বাচিত পাংশা পৌর শ্রমিক দলের নেতৃবৃন্দ রাজবাড়ী-২ আসনের সাবেক এমপি এবং রাজবাড়ী জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. নাসিরুল হক সাবুর বাসভবন সংলগ্ন দলীয় কার্যালয়ে পাংশা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও পাংশা বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ এ. আর মাহমুদুল হক রোজেনকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় পাংশা উপজেলা জিয়া পরিষদের সভাপতি এম এ জিন্না, সদস্য সচিব আব্দুল কুদ্দুসসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ দিকে পাংশা পৌর শাখা শ্রমিক দলের নবনির্বাচিত সভাপতি শহিদ সরদার বলেন, "দলের জন্য আমি নিবেদিতপ্রাণ। দীর্ঘ আন্দোলন-সংগ্রামে রাজপথে থেকে অগ্রণী ভূমিকা পালন করেছি। দলের দুঃসময়ে আমরা কয়েকজন রাজপথে মিছিল করেছি, এখন সংখ্যা অনেক। দীর্ঘদিন পর এই কমিটিতে আমাকে রাখায় জেলার নেতাদের প্রতি ভালোবাসা বেড়ে গেল। পরিশ্রম কখনো ব্যর্থ হয় না।"
তিনি আরও বলেন, "আমরা চেষ্টা করব এই কমিটির মাধ্যমে শ্রমিক দলকে শক্তিশালী করে আগামীতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নসহ সকল ন্যায়সঙ্গত আন্দোলন-সংগ্রামে পাংশা পৌর শ্রমিকদল অগ্রণী ভূমিকা পালন করবে। আপনারা আমার নেতা রাজবাড়ী-২ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মো. নাসিরুল হক সাবু সাহেবের জন্য দোয়া করবেন, তিনি যেন দ্রুত সময়ের মধ্যে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।"
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর