
পঞ্চগড় প্রতিনিধি: বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির বলেছেন, "একটি পক্ষ ধর্মের কথা বলে আপনাদের নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করছে। তাদের একটি কথা বলবেন—শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে প্রথম 'বিসমিল্লাহির রাহমানির রাহিম' সংযুক্ত করেছিলেন। তাদেরকে এটাও বলবেন যে, বিএনপি এমন একটি দল, যা আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে রাষ্ট্র পরিচালনার জন্য রাজনীতি করছে।"
আজ বিকেলে ভজনপুরে তেঁতুলিয়া উপজেলা মহিলা দলের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নওশাদ জমির বলেন, "জুলাই আন্দোলনে নারীরা ঝাঁপিয়ে না পড়লে এই আন্দোলনকে সফল করা যেত না। বাংলাদেশ শুধু নয়, পৃথিবীর নানা সংকটে নারীরা এভাবে এগিয়ে এসেছে। বাংলাদেশের ৭১-এর মুক্তিযুদ্ধে নারীদের বিশাল ভূমিকা রয়েছে। ৯০-এর আন্দোলনে নারীদের ভূমিকা রয়েছে। সর্বশেষ, বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতায় নারীরা যে ভূমিকা রেখেছে, তা অস্বীকার করার মতো নয়।"
তিনি আরও বলেন, "দেশনায়ক তারেক রহমান এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেভাবে কথা হয়েছে, সেভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে। ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। কেউ কিছু বললে আপনারা তা বিশ্বাস করবেন না। এই নির্বাচনে অবশ্যই বিএনপি বিজয়ী হবে এবং সরকার গঠন করবে। সরকার গঠন করলে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। বিএনপি দেশ গঠনের দায়িত্ব নিলে আগামীর বাংলাদেশ হবে প্রশান্তির বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মেধার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে নারী মুক্তির বাংলাদেশ।"
এ সময় তিনি নির্বাচনকেন্দ্রিক কর্মসূচি আয়োজনের জন্য মহিলাদলকে নির্দেশনা দেন। উপজেলার ভজনপুর এলাকায় এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির মহিলাদল নেতাকর্মীদের নানা প্রশ্নের উত্তর দেন। এ সময় বিএনপি দমনে আওয়ামী লীগের নেতাকর্মীরা কীভাবে নির্যাতন-নিপীড়ন চালিয়েছে, তার বিবরণ তুলে ধরেন মহিলা দলের নেতারা। বিএনপির মূল দলের নেতাকর্মীরা নারী কর্মীদের মূল্যায়ন করেন না—এমন অভিযোগও করেন তারা।
জেলা মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান্দ বানু মুক্তি মতবিনিময় সভার উদ্বোধন করেন। উপজেলা মহিলা দলের সভাপতি বিউটি বেগমের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রিনা পারভীন, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন রঞ্জু, সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিন, তরুণ রাজনীতিবিদ, লেখক গবেষক নওফেল জমির সহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর