
নাটোরের বাগাতিপাড়ায় নাগরিক সেবার সংকট, অকার্যকর পরিষেবা এবং অযৌক্তিক কর আরোপের প্রতিবাদে রোববার (২৭ জুলাই) বিকেলে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন পৌরবাসী। মালঞ্চি রেলগেট থেকে শুরু হয়ে মিছিলটি উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মারুফ আফজাল রাজনের কাছে ১৮ দফা দাবিসহ একটি স্মারকলিপি পেশ করেন তারা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, হঠাৎ করে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বিদ্যুৎ রেইটসহ একাধিক খাতে কর আরোপ করা হয়েছে, অথচ নাগরিক সেবা নেই। স্ট্রিটলাইট অচল, ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে, রাস্তাঘাট বেহাল। একই বাড়িতে একাধিক বিল, মৃত ব্যক্তির নামে কর আদায়ের অভিযোগও করেন তারা। বিক্ষুব্ধ জনতা বলেন, "টিউবওয়েল, রাস্তাসব নিজের খরচে করি, তবুও কর দিতে হয়!" অভিযোগ রয়েছে, জন্ম-মৃত্যু সনদ পেতে দিনের পর দিন ঘুরতে হয় এবং সংশোধনের জন্য ফরমও কিনতে হয়।
জনগণ জানান, তিন দিনের মধ্যে অবৈধ কর বাতিল না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মারুফ আফজাল রাজন জানান, আগামী ২৯ তারিখে পৌরসভার সদস্যদের নিয়ে মিটিং করে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। স্থানীয়রা জানিয়েছেন, পৌর এলাকার প্রায় ২০ হাজার নাগরিক চরম দুর্ভোগে রয়েছেন।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর