নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম আরাফাত শেখ (১৪)। তিনি লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের হলদাহ গ্রামের প্রবাসী মোস্তাক শেখের ছেলে। তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন।
পুকুরের পানিতে ডুবে কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নলদী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু তালেব মোল্লা।
ইউপি সদস্য আবু তালেব মোল্লা বলেন, রবিবার বিকেলে বাড়ির পাশের পুকুরের পাশ দিয়ে হেঁটে গরু আনতে যায় আরাফাত। যাওয়ার সময় হঠাৎ মৃগী রোগ দেখা দিলে পরিবারের সবার অগোচরে সে পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির পর তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর