
শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুঠুরাকান্দা গ্রামের মো. আব্দুল বারেকের ছেলে মো. আশরাফুল ইসলাম (৩০) ইয়াবাসহ আটক হয়েছেন।
শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবিরের নেতৃত্বে আজ ভোররাতে তাঁর নিজ বাড়ি থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাঁকে আটক করা হয়।
এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আশরাফুল ইসলামকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর