
রাজবাড়ী সদর উপজেলার মুচিদহ গ্রামে আমজাদ খান (৬০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তিনি সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মুচিদহ গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
রবিবার সন্ধ্যায় রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, গত শনিবার বিকালে ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহতের ভাই আরিফুল আলম খান জানান, গত ২৩ জুলাই সন্ধ্যায় তাঁর ভাই বাড়ি থেকে বের হলে বেশ কয়েকজন সন্ত্রাসী পূর্ব বিরোধের জের ধরে তাঁকে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়দের সহায়তায় ভাইকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজের চিকিৎসক তাঁকে ঢাকায় রেফার করেন। শনিবার বিকালে তাঁর ভাই মারা যান।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, গত বুধবার সন্ধ্যায় কৃষক আমজাদ খানকে গুরুতর জখম করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। যেহেতু শনিবার বিকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে, সে ক্ষেত্রে তাঁরা ৩০২ ধারা যুক্ত করার জন্য আদালতে আবেদন পাঠিয়েছেন।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোহেল মণ্ডল নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সর্বশেষ খবর