
রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের বড়খোলা গ্রামে বিষধর সাপের কামড়ে মো. আক্কাস আলী (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাত ৩টার দিকে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় এ ঘটনা ঘটে।
নিহত আক্কাস আলী একই গ্রামের মো. কহর আলী মণ্ডলের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে নিজের ঘরে ঘুমিয়েছিলেন আক্কাস আলী। রাত আনুমানিক ১১টার দিকে হঠাৎ পায়ে ব্যথা অনুভব করেন তিনি। আলো জ্বালিয়ে দেখতে পান পা থেকে রক্ত বের হচ্ছে। পরে ধারণা করা হয়, তাঁকে সাপে কেটেছে। পরিবারের লোকজন দ্রুত তাঁকে স্থানীয়ভাবে পরিচিত সাপুড়িয়া আহম্মদ সাপুড়িয়ার কাছে নিয়ে যান। সেখান থেকে পরে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দীন জানান, ঘটনাটি লোকমুখে শুনেছেন। তিনি বলেন, “ওই অঞ্চলে সাপে কাটা রোগীর সংখ্যা বাড়ছে।”
কসবামাজাইল ইউনিয়ন পরিষদের সদস্য মো. লিয়াকত আলী মোল্লা বলেন, “এই অঞ্চলে সাপের উপদ্রব বেড়েছে। গতরাতে আমার ওয়ার্ডের আক্কাস আলীকে সাপে কামড় দেয়। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পরদিন সকালে তাঁকে দাফন করা হয়েছে।”
পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এবাদত হোসেন বলেন, “আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম রয়েছে। কারও সাপে কাটা সন্দেহ হলে সঙ্গে সঙ্গে তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দিচ্ছি।”
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর