
কক্সবাজারের চকরিয়ায় নিজের বসতবাড়িতে ঢুকে আব্দুর রহিম (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। একইসঙ্গে ঘর থেকে লুট করে নিয়েছে গরু বিক্রির আড়াই লাখ টাকা।
রবিবার (২৭ জুলাই) সন্ধ্যায় চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছায়রাখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের মাঝের ডেইল এলাকার মৃত লাল মিয়ার ছেলে।
চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, ঘটনার সময় নিহতের স্ত্রী ও মেয়ে অসুস্থ ছেলেকে দেখতে মাতারবাড়ী গিয়েছিলেন। বাড়িতে একা ছিলেন আব্দুর রহিম। সন্ধ্যায় মাদ্রাসাপড়ুয়া এক নাতি ঘরে ফিরে রক্তাক্ত অবস্থায় নানাকে মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার করে ওঠে। তার ডাকে প্রতিবেশীরা ছুটে এসে মৃতদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং সোমবার (২৮ জুলাই) ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। পরে ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
নিহতের মেয়ে শামীমা আক্তার জানান, আমরা মা-মেয়ে ঘটনার সময় বাড়িতে ছিলাম না। এই সুযোগে দুর্বৃত্তরা আমার বাবাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। তারা আলমারিতে রাখা গরু বিক্রির নগদ আড়াই লাখ টাকা নিয়ে গেছে।
ওসি শফিকুল আরও বলেন, হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত, বা উদ্দেশ্য কী— তা এখনও নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে জানা গেছে, স্থানীয় এক ব্যক্তির সঙ্গে নিহতের মেয়ের স্বামীর দীর্ঘদিনের বিরোধ ছিল।
এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, নাকি ডাকাতির উদ্দেশ্যে চালানো হামলা— তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের অগ্রগতি অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
রার/সা.এ
সর্বশেষ খবর