
শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস ও ডক্টরস অ্যান্ড হেলথ ওয়ার্কার্স ডে উদযাপন উপলক্ষে রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর অংশ হিসেবে গত সোমবার (২৮ জুলাই) জেলা সদর হাসপাতালে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সেলিম মিঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শাহ শিবলী সাদিক, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, ব্র্যাকের জেলা সমন্বয়ক ফারহানা মিল্কীসহ সাংবাদিক ও সুধীজন।
সামাজিক দায়বদ্ধতা থেকে উৎসাহিত হয়ে রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা এগিয়ে আসেন। এছাড়া ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর