
বগুড়ার শেরপুর বিস্ফোরক দ্রব্য আইন, রাজনৈতিক সহিংসতা ও নাশকতা সংক্রান্ত চারটি মামলার আসামি শেরপুর পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক শুভ ইমরানকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোর ৪টার দিকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, শুভ ইমরানের বিরুদ্ধে বগুড়া জেলার শেরপুর, ধুনট ও শাজাহানপুর—এই তিনটি থানায় চারটি মামলার এজাহারনামীয় আসামি হিসেবে গ্রেফতারি পরোয়ানা ছিল। শুভ ইমরান দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তিনি ঢাকার আশুলিয়া এলাকায় আত্মগোপনে আছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানার এসআই (নিঃ) তোফাজ্জল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে সোমবার ভোর ৪টার দিকে তাঁকে গ্রেফতার করে শেরপুর থানায় নিয়ে আসা হয়।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. মুঈনদ্দিন বলেন, গ্রেফতারকৃত আসামি শুভ ইমরানকে দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর