
নাটোরের বাগাতিপাড়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি হিসেবে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২২ ও ২০২৩ সালের পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের এসইডিপির আওতায় ‘পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম’-এর অধীনে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক (কলেজ) প্রফেসর মোঃ উমর ফারুক। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আলমাছ উদ্দিন, জেলা শিক্ষা অফিসার মোঃ রোস্তম আলী হেলালী, সহকারী জেলা শিক্ষা অফিসার সুভাষ কুমার মন্ডল এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অঃদাঃ) মোঃ ওয়াজেদ আলী মৃধা। অনুষ্ঠানজুড়ে শিক্ষার্থীদের মাঝে ছিল উচ্ছ্বাস ও গর্ব। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন উৎসাহব্যঞ্জক কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর