
শেরপুরের নালিতাবাড়ী উপজেলাধীন ময়মনসিংহের ৩৯ বিজিবির রামচন্দ্রকুড়া বিওপির টহলরত সদস্যরা আন্তর্জাতিক সীমানার ১১১৭/৩ নং মেইন পিলারের কাছ থেকে বাংলাদেশে পাচারের সময় ৬০০ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে।
আজ সোমবার উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের সীমান্তবর্তী মায়াঘাসি এলাকা থেকে এসব জিরা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৭ লাখ ২০ হাজার টাকা। তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান পিপিএম জানান, নালিতাবাড়ী উপজেলার সীমান্ত এলাকা থেকে বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২০টি বস্তাভর্তি ৬০০ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে।
তিনি আরও জানান, সীমান্তরক্ষা, মাদক পাচার ও চোরাকারবারি রোধে বিজিবি সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
রার/সা.এ
সর্বশেষ খবর