
খাগড়াছড়ির মানিকছড়িতে সুশাসন প্রতিষ্ঠা ও কৃষকের সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে অংশীদারদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়া।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রিপন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উথোয়াইপ্রু মারমা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আমির হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা অঞ্জন কুমার নাথ, জুয়েল মনি পাল ও ডিলার এস এম জাহাঙ্গীর আলম প্রমুখ।
সভায় সুশাসন প্রতিষ্ঠা এবং কৃষকদের সরকারি পরিষেবা নিশ্চিতকরণের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। এতে সরকারি কর্মকর্তা, কৃষক ও অন্যান্য স্টেকহোল্ডাররা অংশ নেন।
রার/সা.এ
সর্বশেষ খবর