
বগুড়ার নন্দীগ্রামে চোরাই গরুসহ এক চোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত চোর সাবু মিয়া (৫০) জয়পুরহাট সদর উপজেলার কুশলিয়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে। মঙ্গলবার (২৯ জুলাই) জয়পুরহাট জেলার পাঁচবিবি গরুর হাটে অভিযান চালিয়ে একটি চোরাই গরু উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়।
থানা সুত্রে জানা গেছে, গত শনিবার দিবাগত রাতে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের দেওতা গ্রামের লাল মিয়া ও তার শ্যালক আব্দুস সামাদের ৫টি গরু গোয়াল ঘর থেকে চুরি হয়ে যায়। পরদিন তাদের চুরি হয়ে যাওয়া গরুগুলো উদ্ধারের জন্য নন্দীগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে মাঠে নামে নন্দীগ্রাম থানা পুলিশ। অবশেষে মঙ্গলবার (২৯ জুলাই) জয়পুরহাট জেলার পাঁচবিবি গরুর হাটে অভিযান চালিয়ে একটি চোরাই গরু উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, গরু চুরির বিষয়ে অভিযোগ পেয়ে থানার একটি চৌকস টিম নিয়ে অভিযান চালিয়ে জয়পুরহাট জেলার পাঁচবিবি গরুর হাট থেকে চোরাই গরু উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি গরুগুলো উদ্ধারের ও অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান আছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর