
বগুড়ার নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শহীদদের স্মরণে জুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে জুলাই কেন্দ্রিক কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, রচনা ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নন্দীগ্রাম সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় সভাকক্ষে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ও উক্ত বিদ্যালয় ম্যানেজিং কমিটির (এডহক) সভাপতি মহেশ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম সারওয়ার জাহান।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ইউআরসির ইনস্ট্রাক্টর সামছুল আলম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী, নার্গিস পারভিন ও দেবাশীষ কুন্ডু। স্বাগত বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দিনব্যাপী এই আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর