
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বরগুনা জেলা কমিটির পক্ষ থেকে জেলার বিভিন্ন মন্দির ও আশ্রমে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৪টায় বরগুনা সার্বজনীন আখড়াবাড়ী মন্দির প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। মন্দির প্রাঙ্গণে একটি আম গাছের চারা রোপণের মধ্য দিয়ে এই কার্যক্রমের শুভ সূচনা হয়। এ সময় ফলজ ও ঔষধি গাছের চারা বরগুনা সার্বজনীন আখড়াবাড়ী মন্দির কমিটির সাধারণ সম্পাদক উত্তম কর্মকারের হাতে হস্তান্তর করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বরগুনা জেলা কমিটির সদস্য সচিব জয়দেব রায়।
এ সময় উপস্থিত ছিলেন বরগুনা জেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সুশান্ত কুমার বেপারী, যুগ্ম-আহ্বায়ক মানিক সিকদার, সদস্য উজ্জ্বল কুমার দাস, সার্বজনীন আখড়াবাড়ী মন্দির কমিটির অর্থ সম্পাদক তাপস দাসসহ অন্যান্য সদস্যবৃন্দ। এরপর বরগুনা সার্বজনীন কালীবাড়ী মন্দির প্রাঙ্গণে একই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বরগুনা সার্বজনীন কালীবাড়ী মন্দির কমিটির সাধারণ সম্পাদক তপন দাসের হাতে ফলজ ও ঔষধি গাছের চারা হস্তান্তর করা হয় এবং মন্দির প্রাঙ্গণে রোপণ করা হয়। এছাড়াও, জেলার বিভিন্ন মন্দিরে আগামী এক সপ্তাহ বরগুনা জেলা পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হবে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর