
গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার সকালে উপজেলার চৌড়া এলাকায় এই অভিযান চালানো হয়।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. স্বপন মিয়া (২৭)। তিনি কালীগঞ্জ উপজেলার চৌড়া গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় মাদকদ্রব্যসহ স্বপন মিয়াকে আটক করা হয়।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাঁকে দোষী সাব্যস্ত করেন। আদালত তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করে রায় ঘোষণা করেন।
অভিযান পরিচালনার সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আসলাম খান এবং বেঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন মো. আলামিন ভূঁইয়া। কালীগঞ্জ থানা পুলিশ এই অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ জানান, "মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত করতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর এবং এই ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।"
প্রশাসনের এই পদক্ষেপে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর