
বগুড়ার শেরপুর উপজেলায় পান্তা ভাত খেয়ে অন্তত ১৫ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। রবিবার সকালে শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের বিশ্বা গ্রামে কাজ করতে এসে এ ঘটনা ঘটে। অসুস্থদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অসুস্থ শ্রমিকরা হলেন নান্নু (৪১), মজনু (৪০), শহিদুল (৩৫), রুহুল আমিন (৪২), নুর আলম (৪০), নবান আলী (৩৮), সুলতান (৪৩), মোস্তফা (৩৪), রজু (৪২), শফি (৩০), খলিল (২৮), সোহাগ (২৬), খাদেম (৫০), মতিউর (৩৯) এবং মোস্তফা (৪০)। তাঁরা সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের গুড়মা গ্রামের বাসিন্দা। তাঁরা সবাই একসঙ্গে শেরপুরে কাজ করতে এসেছিলেন এবং স্থানীয় শহিদুল-বাবলুর বাড়িতে অবস্থান করছিলেন।
ভুক্তভোগী সুলতান মাহমুদ (৪৩) জানান, তাঁরা সবাই মিলে একসাথে রান্না করে খান। প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে সকালে পান্তা ভাত খেয়েছিলেন। খাওয়ার কিছুক্ষণ পর কাজের সময়ই হঠাৎ করে মজনু নামের এক শ্রমিক বমি করতে করতে পড়ে যান। এরপর একে একে আরও ১৪ জন একইভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাঁরা ফুড পয়জনিংয়ে আক্রান্ত হয়েছেন। খাওয়ার মধ্যে থাকা ব্যাকটেরিয়া বা দূষিত উপাদান থেকে এমনটা হতে পারে। তাঁদের সবাইকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কীভাবে খাবারটি দূষিত হলো তা নিশ্চিত হতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর