
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক বাবা ও তিন সন্তানকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে।
মঙ্গলবার সন্ধ্যায় ভারতের বামনবাড়ি সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার বরাবর ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়ন ও ভারতীয় বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে সকল প্রক্রিয়া শেষে এই হস্তান্তর সম্পন্ন হয়।
ফেরত পাওয়া চার জন হলেন বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের কাশুয়া বাদামবাড়ি গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম (৫২) এবং তাঁর তিন ছেলে সাদ্দাম হোসেন, মোহাম্মদ মিস্টার ও মোহাম্মদ আলফাস।
স্থানীয়রা জানান, কাজের সন্ধানে বাবা নজরুল ইসলাম তাঁর তিন সন্তানকে নিয়ে ভারতে যাচ্ছিলেন। মঙ্গলবার রাত দেড়টার দিকে তাঁরা ভারত-বাংলাদেশ সীমান্তের ৩৭৩/১-এস নম্বর পিলারের কাছ দিয়ে বালিয়াডাঙ্গীর নাগরভিটা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ভারতের বামনবাড়ি ক্যাম্পের বিএসএফের একটি টহল দল তাঁদের আটক করে। এই ঘটনার পর বিএসএফের পক্ষ থেকে বিজিবি-৫০ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করা হয়। পরবর্তীতে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের পর তাঁদের ফেরত আনা হয়।
বিজিবি জানিয়েছে, ফেরত পাঠানো ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তাঁদের ভারতে প্রবেশের পেছনে জড়িত দালাল চক্রের সন্ধানও চালানো হবে।
উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য (ইউপি) মোহাম্মদ আবু সালে বলেন, 'মঙ্গলবার সন্ধ্যার দিকে বিজিবি এবং বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের চারজনকে দেশে ফিরিয়ে আনা হয়।'
ঠাকুরগাঁও-৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন, "বিএসএফ এবং বিজিবির মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। তাঁরা সবাই বাংলাদেশি নাগরিক।"
সর্বশেষ খবর