
গাজীপুরের কালীগঞ্জে মাদকের বিরুদ্ধে পরিচালিত এক অভিযানে ভ্রাম্যমাণ আদালত এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো: আবির (২৩), তিনি উপজেলার অলুয়া গ্রামের জয়নালের ছেলে।
বুধবার (৬ আগস্ট) উপজেলার অলুয়া এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তনিমা আফ্রাদ।
আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অলুয়া গ্রামে অভিযান চালানো হয়। অভিযানকালে মাদকদ্রব্যসহ মো: আবিরকে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় আবিরকে দোষী সাব্যস্ত করা হয়। সাক্ষ্যপ্রমাণ শেষে আদালতের বিচারক তাকে ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ ১০০ (একশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযান পরিচালনাকালে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এ,এস,আই) জামিল আহমেদ এবং বেঞ্চ সহকারী হিসেবে ছিলেন মোঃ আলামিন ভূইয়া।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জনাব তনিমা আফ্রাদ জানান, "মাদক একটি সামাজিক ব্যাধি এবং যুবসমাজকে এর করাল গ্রাস থেকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই অভিযান কঠোরভাবে অব্যাহত থাকবে। কালীগঞ্জকে মাদকমুক্ত করতে আমরা বদ্ধপরিকর এবং এ ধরনের অপরাধের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।"
অভিযান শেষে দণ্ডপ্রাপ্ত আসামিকে জেলহাজতে প্রেরণের জন্য কালীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর