
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম রেমাক্রি ইউনিয়নে বিক্রির উদ্দেশ্যে সংগ্রহে রাখা এক ব্যক্তির কাছ থেকে ২টি মুল্যবান রাজ ধনেশ পাখি উদ্ধার করেছে বান্দরবান বন বিভাগের সদস্যরা। ৭ আগস্ট (বৃহস্পতিবার) সকালে রাজ ধনেশ পাখি দুইটির স্বাস্থ্য পরীক্ষা শেষে বান্দরবান বিভাগীয় বন কর্মকর্তার উপস্থিতিতে বন কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গন থেকে গাড়ীতে করে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্কে পাঠানো হয়েছে।
বান্দরবান বন বিভাগের কর্মকর্তারা জানান, বান্দরবানের পাহাড় ও বনের সৌন্দর্য্য রক্ষা ও বন্য প্রাণী রক্ষার জন্য বন বিভাগের কর্মকর্তারা কাজ করে যাচ্ছে, আর তারই ধারবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযানে গত ২জুলাই বান্দরবানের থানচি উপজেলার দুর্গম রেমাক্রি ইউনিয়নের একটি বাড়ী থেকে এক ব্যক্তির কাছ থেকে বিক্রির উদ্দ্যেশে সংগ্রহে রাখা ২টি মুল্যবান রাজ ধনেশ পাখি উদ্ধার করা হয়।
পরে উদ্ধারকৃত পাখিগুলো আকারে ছোট হওয়ায় সেগুলোর স্বাস্থ্যরক্ষা ও লালন পালন শেষে ডুলাহাজারা সাফারি পার্কে পাঠানোর ব্যবস্থা করে বন বিভাগ। এর আগেও বিভিন্ন বন্যপ্রানী উদ্ধার করে ডুলাহাজারা সাফারি পার্কে প্রেরণ করেছিল বান্দরবান বন বিভাগ।
এদিকে বন কর্মকর্তারা বলছে, বলছে, পার্বত্য পার্বত্য জেলা বান্দরবানের বন ও বন্য প্রাণী রক্ষায় এই ধরণের কার্যক্রম নিয়মিত চলমান থাকবে। বন বিভাগ বান্দরবানের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান ২টি মুল্যবান রাজ ধনেশ পাখি উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করে জানান, বান্দরবান বন বিভাগের কর্মচারীরা নানা প্রতিকুলতা ও সীমাবদ্ধতার মধ্য দিয়ে পার্বত্য জেলা বান্দরবানে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে।
বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান আরো জানান, বান্দরবানে খুব দ্রুত সময়ে সীমান্ত সড়ক নির্মাণ হবে আর এই সীমান্ত সড়ক নির্মাণের পাশাপাশি আমরা আমাদের বন ও বন্যপ্রাণীকে রক্ষা করতে নতুন আরো ৪টি অফিস স্থাপনের কাজ শুরু করবো আশা রাখছি। নতুন ৪টি অফিস স্থাপনের ফলে সীমান্ত এলাকার বন ও বন্যপ্রাণী অনেকটাই নিরাপদ থাকবে বলে আমাদের আশাবাদ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর