
ঠাকুরগাঁওয়ে হারভেস্টপ্লাসের বাস্তবায়নে রিয়েক্টস-ইন প্রকল্পের আওতায় ‘জিংক গম ও জিংক ধান’ শীর্ষক স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে ইএসডিও'র আয়োজনে ও পরিচালনায় ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বসভাঙ্গা বসন্তপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বসভাঙ্গা বসন্তপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল চন্দ্র রায়। এ সময় আরও বক্তব্য দেন ইএসডিওর রিয়েক্টস-ইন প্রকল্পের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মো. আশরাফুল আলম, প্রজেক্ট অফিসার মো. মিজানুর রহমানসহ স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রামে বসভাঙ্গা বসন্তপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১০ জন শিক্ষকসহ ১০০ জন ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
জিংক ধান ও গমের উপকারিতা, মানবদেহে জিংকের প্রয়োজনীয়তা, জিংক গমের রুটি ও জিংক ধানের ভাত নিয়মিত খাওয়ার মাধ্যমে জিংকের ঘাটতি মেটানোসহ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর