
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সিলেট-ঢাকা, সিলেট-কক্সবাজার রেলপথে দুটি স্পেশাল ট্রেন চালু, আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডুয়েল গেজ ডাবল লাইনে উন্নীতকরণসহ আট দফা দাবিতে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার কুলাউড়া জংশন স্টেশনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক যাত্রীসাধারণ অংশ নেন।
‘কুলাউড়ার সর্বস্তরের ট্রেন যাত্রীবৃন্দ’ নামক আন্দোলনের সমন্বয়ক সাংবাদিক আজিজুল ইসলামের সভাপতিত্বে এবং ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সমন্বয়ক আতিকুর রহমান আখই ও ইসলাম উদ্দিনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় পার্টি (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাস খান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি অ্যাডভোকেট এএনএম আবেদ রাজা, কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক রেদোয়ান খান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, বাংলাদেশ জাসদের সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীম, অ্যাডভোকেট আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, পৌর জামায়াতের সভাপতি রুহুল আমীন রইয়ব, সিনিয়র সাংবাদিক খালেদ পারভেজ বক্স, চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সুহেল, ব্যবসায়ী শেলুর রহমান, ডা. হেমন্ত চন্দ্র পাল, বদরুল হোসেন, এনামুল ইসলাম, ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক এইচ ডি রুবেল, বিএনপি নেতা কামরুল ইসলাম, তানভীর আহমদ, ছাতাপীর স্মৃতি পরিষদের সভাপতি আব্দুস শুকুর ছরকুম, ছাত্র ইউনিয়ন নেতা ফয়জুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি শামীম আহমদ ও ছাইম আহমদ লিংকন, আব্দুল মজিদ, ব্যবসায়ী মাসুক আহমদ, শাহ আছকর মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, সিলেট-ঢাকা, সিলেট-কক্সবাজার রেলপথে দুটি স্পেশাল ট্রেন চালু, আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডাবল লাইনে উন্নীতকরণ, আখাউড়া-সিলেট সেকশনে অন্তত একটি লোকাল ট্রেন চালু, আখাউড়া-সিলেট সেকশনে সকল বন্ধ স্টেশন চালুকরণ, কুলাউড়া জংশন স্টেশনে বরাদ্দকৃত আসন সংখ্যা বৃদ্ধি, সিলেট-ঢাকাগামী আন্তঃনগর কালনী ও পারাবত ট্রেনের আজমপুরের পর ঢাকা অভিমুখী সকল স্টেশনের যাত্রাবিরতি প্রত্যাহার, সিলেটের সাথে চলাচলকারী ট্রেনের সিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন যুক্ত করা এবং যাত্রী অনুপাতে প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করতে হবে।
‘কুলাউড়ার সর্বস্তরের ট্রেন যাত্রীবৃন্দ’ নামক আন্দোলনের সমন্বয়ক আজিজুল ইসলাম পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচি হলো আগামী ১১ আগস্ট রেল উপদেষ্টা, সচিব ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি পেশ, ১২ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন স্টেশনে সংশ্লিষ্ট উপজেলার মানুষের সাথে মতবিনিময় ও প্রচারপত্র বিলি, রেলওয়ে ও জনপ্রশাসনের সাথে মতবিনিময় এবং ১৬ আগস্ট কুলাউড়া জংশন স্টেশনে প্রতিবাদ সভা। সেই প্রতিবাদ সভা থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর