গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অনুমোদনহীনভাবে চিকিৎসা কার্যক্রম পরিচালনা এবং অস্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার অভিযোগে বেসরকারি হাসপাতাল নুবহা জেনারেল হাসপাতালকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার (১০ আগস্ট, ২০২৫) উপজেলার জামালপুর বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নূরী তাসমিন ঊর্মি।
তিনি জানান, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জামালপুর বাজারে অবস্থিত ওই ক্লিনিকে অভিযান চালানো হয়। অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় লাইসেন্স ও সরকারি অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছিল। ক্লিনিকের অভ্যন্তরীণ পরিবেশ ছিল অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।
চিকিৎসা সেবার নামে জনগণের সঙ্গে প্রতারণা এবং জীবনকে ঝুঁকির মুখে ফেলার অপরাধে প্রতিষ্ঠানটিকে "দি মেডিক্যাল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২" এর ১৩ ধারা এবং "ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯" এর ৫৩ ধারার অধীনে একটি মামলায় মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি বলেন, "জনগণের স্বাস্থ্যসেবা নিয়ে কোনো ধরনের অবহেলা বা প্রতারণা সহ্য করা হবে না। অবৈধ ও মানহীন ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
অভিযান পরিচালনাকালে প্রসিকিউটর হিসেবে উপস্থিত থেকে আদালতকে সহায়তা করেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রেজওয়ানা রশীদ। তিনি ক্লিনিকটির সার্বিক অব্যবস্থাপনা এবং লাইসেন্সবিহীন কার্যক্রম সম্পর্কে আদালতে তথ্য-প্রমাণ তুলে ধরেন। এসময় বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মাহবুবুল ইসলাম।
উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্থানীয় সচেতন নাগরিকরা স্বাগত জানিয়েছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর