খাগড়াছড়ির গুইমারা উপজেলার বড়ইতলী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ কলইপা ত্রিপুরা (৩৫) নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। গত রবিবার (১১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি সেনা জোনের একটি টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গুইমারা উপজেলার বরইতলী এলাকায় অবৈধ কাঠের গাড়ি থেকে চাঁদা আদায়কালে গোপন সংবাদের ভিত্তিতে সিন্দুকছড়ি জোনের ওয়ারেন্ট অফিসার (ডিএমটি) আব্দুল লতিফের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল সেখান থেকে কলইপা ত্রিপুরা নামের ওই সন্ত্রাসীকে আটক করে।
এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি লংগান (এলজি), একটি কার্তুজ ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। রাতেই তাকে গুইমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটককৃত কলইপা ত্রিপুরা পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ মূল দলের একজন কালেক্টর বলে জানিয়েছে সেনাবাহিনী।
গুইমারা থানার ওসি মো. এনামূল হক জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
পার্বত্যঞ্চলে বসবাসরত পাহাড়ি-বাঙালিদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলন বন্ধে ও এ অঞ্চলে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে সেনাবাহিনী।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর