
অবৈধ ইটভাটা উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে বান্দরবান জেলার লামা উপজেলায় দুটি ইটভাটা গুড়িয়ে দিয়ে উচ্ছেদ করেছে প্রশাসন। হাইকোর্টের নির্দেশক্রমে বুধবার (১৩ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত লামা উপজেলার ফাইতং ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে দুটি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী, পরিবেশ অধিদপ্তর বান্দরবান জেলা কার্যালয়ের উপপরিচালক মো. রেজাউল করিমসহ প্রমুখ।
জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় হাইকোর্ট উপজেলার ৬টি অবৈধ ইটভাটা উচ্ছেদের নির্দেশ দেন। নির্দেশনা মতে অভিযানের প্রথম দিনে গুড়িয়ে দেওয়া হয় এলাহি ব্রিকস ও সেভেন ব্রিকস ম্যানু। এ কাজে সহযোগিতা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা। একই সঙ্গে বন্ধ করে দেওয়া হয় ইটভাটাগুলোর সব কার্যক্রম।
অভিযান চালিয়ে দুই ইটভাটা গুড়িয়ে দেওয়ার সত্যতা নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের উপপরিচালক মো. রেজাউল করিম বলেন, "পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অভিযানের প্রথম দিনে দুটি অবৈধ ইটভাটা গুড়িয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।"
তিনি আরও বলেন, "পর্যায়ক্রমে অন্য চারটি অবৈধ ইটভাটাও গুড়িয়ে দিয়ে উচ্ছেদ করা হবে। যেসব ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে, সেসব ভাটার মালিকরা যদি আবার অবৈধভাবে ভাটার কার্যক্রম শুরু করেন, তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।"
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর