শেরপুরের নালিতাবাড়ীতে অনলাইনে জুয়া খেলার অভিযোগে তিন জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৭ আগষ্ট) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাতে পৃথক অভিযানে উপজেলার কোন্নঘর দুগাংগারপাড় বাজার ও পৌরশহরের শহীদ মিনার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার দক্ষিণ কোন্নঘর গ্রামের মৃত শামসুল হকের পুত্র হযরত আলী, পৌরশহরের তারাগঞ্জ উত্তর বাজার এলাকার শ্রী প্রদীপ কুমার দাসের পুত্র শ্রী সজিব দাস ও সন্যাসিভীটা এলাকার ইসমাইল হোসেনের পুত্র সজিব মিয়া। থানা পুলিশ সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অনলাইনে জুয়া খেলারত অবস্থায় ওই তিন জুয়াড়ীেেক গ্রেপ্তার করা হয়েছে। 1X'BE'T ও A'Q'999 নামে অনলাইনভিত্তিক একটি জুয়ার প্লাটফর্মে তারা ফুটবল-ক্রিকেট খেলা নিয়ে বাজি ধরত। তিন জনেরই সেখানে একাউন্ট আছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, গ্রেপ্তার তিন অনলাইন জুয়াড়ীকে রোববার দুপুরে শেরপুর আদালতে প্রেরন করা হয়েছে। অনলাইন জুয়া খেলার বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর